স্বাগতম kevabe.com-এ। এই ওয়েবসাইটে প্রবেশ বা ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলীর সাথে একমত হচ্ছেন। দয়া করে শর্তগুলো ভালোভাবে পড়ে নিন।
1. সাধারণ তথ্য
kevabe.com হলো একটি অনলাইন শিক্ষা ও ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা ডিজিটাল কোর্স, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং অন্যান্য সেবা গ্রহণ করতে পারেন।
2. ব্যবহারকারী অ্যাকাউন্ট
আমাদের কোর্স বা সেবা ব্যবহার করতে হলে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হতে পারে।
আপনি আপনার অ্যাকাউন্টের তথ্য ও পাসওয়ার্ডের নিরাপত্তা রক্ষার জন্য দায়ী থাকবেন।
কোনো অননুমোদিত ব্যবহারের ক্ষেত্রে kevabe.com দায়ী থাকবে না।
3. পেমেন্ট ও রিফান্ড নীতিমালা
সমস্ত মূল্য বাংলাদেশি টাকা (৳) তে প্রদর্শিত হয়।
পেমেন্ট একবার সম্পন্ন হলে তা সাধারণত ফেরতযোগ্য নয়, তবে বিশেষ ক্ষেত্রে আমাদের নীতিমালা অনুযায়ী রিফান্ড দেওয়া হতে পারে।
কোনো প্রতারণামূলক বা ভুয়া অর্ডার শনাক্ত হলে kevabe.com সেই অর্ডার বাতিল করার সম্পূর্ণ অধিকার রাখে।
4. কনটেন্ট ও কপিরাইট
kevabe.com-এর সব কনটেন্ট (টেক্সট, ছবি, ভিডিও, লোগো, কোর্স) আমাদের নিজস্ব বা লাইসেন্সকৃত।
অনুমতি ছাড়া এই কনটেন্ট কপি, শেয়ার বা পুনঃপ্রকাশ করা আইনত দণ্ডনীয়।
5. সেবা প্রদানে পরিবর্তন
kevabe.com যেকোনো সময় সাইটের কনটেন্ট, কোর্স, বা সেবা পরিবর্তন, আপডেট বা বন্ধ করতে পারে পূর্ব ঘোষণা ছাড়া।
6. তৃতীয় পক্ষের লিংক
আমাদের ওয়েবসাইটে তৃতীয় পক্ষের ওয়েবসাইটের লিংক থাকতে পারে। আমরা তাদের কনটেন্ট বা প্রাইভেসি নীতিমালার জন্য দায়ী নই।
7. ব্যবহারকারীর আচরণ
ব্যবহারকারীরা সাইটে এমন কোনো কাজ করতে পারবেন না যা—
আইনবিরুদ্ধ
মিথ্যা তথ্য প্রদান করে
অন্যের কনটেন্ট বা প্রাইভেসি লঙ্ঘন করে
8. দায় সীমাবদ্ধতা
kevabe.com কোনো সরাসরি, পরোক্ষ বা দুর্ঘটনাজনিত ক্ষতির জন্য দায়ী থাকবে না যা সাইট ব্যবহারের ফলে ঘটতে পারে।
9. নীতিমালা পরিবর্তন
আমরা যে কোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করতে পারি। পরিবর্তিত শর্তাবলী আমাদের ওয়েবসাইটে আপডেট করা হবে এবং তা প্রকাশের পর থেকেই কার্যকর হবে।
10. যোগাযোগ
যদি এই শর্তাবলী সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন:
📧 Email: info@kevabe.com
🌐 Website: https://kevabe.com