আমার সম্পর্কে কিছু কথা

কে,কেন,কি ভাবে?

 

আমি জহিরুল ইসলাম, একজন দীর্ঘদিনের উদ্যোক্তা ও ডিজিটাল ব্যবসা প্রশিক্ষক। গত ১০ বছর ধরে আমি পেশাদার ফটোগ্রাফি স্টুডিও পরিচালনা করছি, যেখানে শত শত ক্লায়েন্টের সঙ্গে কাজ করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি।

ফটোগ্রাফির পাশাপাশি গত ৫ বছর ধরে আমি কাজ করছি ই–কমার্স মার্কেটিং–এ। অনলাইন প্রোডাক্ট সেলস, অ্যাড ক্যাম্পেইন সেটআপ, কাস্টমার সাইকোলজি, ব্র্যান্ডিং এবং কনভার্শন স্ট্র্যাটেজি– সবকিছুতেই আমি হাতে-কলমে কাজ করেছি।

এ সমস্ত অভিজ্ঞতার আলোকে আমি তৈরি করেছি kevabe.com—যেখানে আমি নতুনদের অনলাইন ব্যবসা শেখাই সহজ ভাষায়, বাস্তব উদাহরণ দিয়ে এবং শুরু থেকে লাভ পর্যন্ত সম্পূর্ণ গাইডলাইন সহ।

আপনি যদি অনলাইন ব্যবসা শুরু করতে চান, নিজের ব্র্যান্ড তৈরি করতে চান বা ই–কমার্স স্কিল শিখতে চান—তাহলে এ পথচলায় আমি আছি আপনার সঙ্গে।

Scroll to Top